চট্টগ্রামের বাঁশখালীতে ১১ দিনব্যাপী আন্তর্জাতিক ঋষি কুম্ভমেলা পরিদর্শনে এসেছেন চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাই-কমিশনের সেকেন্ড সেক্রেটারি এম কে সিং।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকালে কালীপুর ইউনিয়নের কোকদন্ডীস্থ ঋষিধাম ও কুম্ভমেলা পরিষদের পক্ষ থেকে তাকে স্বাগত জানান এবং কুম্ভমেলার সার্বিক বিষয় উপস্থাপন করেন আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার অন্যতম দিকনির্দেশক, ঋষি অদ্বৈতানন্দ পরিষদ – বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি দেবাশীষ পালিত।
পরে তিনি ঋষিধাম ও তুলসী ধামের মোহন্ত শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজের সাথে কুশল বিনিময় করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীগুরু সংঘের সহসভাপতি শ্রী রাজীব সিংহ, কুম্ভমেলা উদযাপন পরিষদের আহবায়ক এড. অনুপম বিশ্বাস, সদস্য সচিব চন্দ্র শেখর মল্লিক, অর্থ সচিব তড়িৎ কান্তি গুহসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।












