বাঁশখালীর ঋষিধামে চলমান একুশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভ মেলার চতুর্থ দিন গতকাল সোমবার সকাল থেকে নানা কর্মসূচিতে পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল, মঙ্গল আরতি ও জয়গানে মঙ্গল আহ্বান, গুরু মহারাজের পূজা, পূজা, মন্ত্র উচ্চারণ, সমবেত প্রার্থনা, সঙ্গীতাঞ্জলি, ধর্মসম্মেলন। ধর্মসম্মেলনে পৌরহিত্য করেন, বাঁশখালীর ঋষিধাম ও তুলসীধামের মোহন্ত মহারাজ স্বামী সুদর্শানন্দ পুরী মহারাজ। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রিয় কমিটির সভাপতি লায়ন জে এল ভৌমিক, অতিথি ছিলেন কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, বিদিশা এরশাদ।
ধর্মলোচক ও অতিথি ছিলেন অধ্যাপক স্বদেশ চক্রবত্তী, রতেন্দ্র ভট্টাচার্য্য, হুসেইন মুহাম্মদ এরশাদ কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. তানভীর ইকবাল, এরিক এরশাদ। উপস্থিত ছিলেন নীলমণি মহারাজ, ব্রজবল্লভ দাস, রামসাগরজি মহারাজ, অনুরাগজী মহারাজ, সচ্চিদানন্দ পুরী মহারাজ। ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উদযাপন পরিষদের সভাপতি সুকুমার চৌধুরী স্বাগত বক্তব্য দেন। সাধারণ সম্পাদক অনুপ বরণ দাশ শুভেচ্ছা বক্তব্য দেন।
আলোচনায় অংশ নেন, তড়িৎ কান্তি গুহ, তাপস কুমার নন্দী, শ্যামল দাশ, পরাগ দে, প্রদীপ গুহ, ছোটন গুহ, মিন্টু চৌধুরী, সুমন গুহ, সুব্রত দেব, স্বদেশ পাল, টিটন পাল প্রমুখ। বিভাস গুহ ও সুজন করের সঞ্চালনায় বক্তারা বলেন, বাঁশখালীর ঋষিধাম আজ সাধু সন্ন্যাসীদের আগমনে মুখর হয়ে উঠেছে এবং সকলের মিলন মেলায় পরিণত হয়েছে।












