কুমিল্লা মামার ৪০তম বার্ষিক ইছালে ছওয়াব কাল

| বুধবার , ২১ মে, ২০২৫ at ৮:৩৪ পূর্বাহ্ণ

হযরত শাহ্‌ছুফী ছৈয়দ আইয়ুব আলী বাদশাহী (রঃ) প্রকাশ “কুমিল্লা মামা” এর ৪০তম বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল কাল ২২ মে আন্দরকিল্লাস্থ চট্টগ্রাম শাহী জামে মসজিদের পশ্চিম পার্শ্বে শাহ্‌ সাহেব মামার মাজার সংলগ্ন মুসলিম এডুকেশন সোসাইটি (এম..এস) প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। উক্ত পবিত্র অনুষ্ঠানে সকলের সহযোগিতা, সহানুভূতি এবং উপস্থিতি কামনা করা হয়েছে। উক্ত ইছালে ছওয়াব মাহফিল উপলক্ষে চট্টগ্রামের শাহী জামে মসজিদের পশ্চিম পার্শ্বে মামার মাজার সংলগ্ন মুসলিম এডুকেশন সোসাইটি (এম..এস) প্রাঙ্গনে বাদ আছর হতে পবিত্র কুরআন তেলাওয়াতএর মাধ্যমে খতম, বাদ মাগরিব হতে কুমিল্লা মামার জীবনী ও আউলিয়াদের জীবনী নিয়ে আলোচনা সভা, দোয়া দরূদ, মিলাদ মাহফিল ও আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন। মামার ভক্ত ও অনুরক্তদের যথাসময়ে নির্দিষ্ট স্থানে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের নাট্যসম্ভারে আজ ‘অন্তর্দাহ’
পরবর্তী নিবন্ধপটিয়ায় যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার