কুমিল্লা মামা’র ৪০তম বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল ২২ মে

| শুক্রবার , ৯ মে, ২০২৫ at ১১:১৮ পূর্বাহ্ণ

হয়রত শাহ্‌ ছুফী ছৈয়দ আইয়ুব আলী বাদশাহী (রহ.) প্রকাশ কুমিল্লা মামা’র ৪০ তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল আগামী ২২ মে অনুষ্ঠিত হবে। ইছালে ছওয়াব মাহফিল উপলক্ষে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের পশ্চিশ পাশে মামার মাজার সংলগ্ন মুসলিম এডুকেশন সোসাইটি (এমইএস) প্রাঙ্গণে বাদে যোহর হতে পবিত্র কোরআন খতম, বাদে মাগরিব হতে কুমিল্লা মামার জীবনী ও আউলিয়াদের জীবনী নিয়ে আলোচনা সভা ও বাদে এশা দোয়া দরুদ,আখেরী মোনাজাতের পর তবারুক বিতরণ করা হবে। মামার ভক্তদের যথাসময়ে নির্দিষ্ট স্থানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য ০১৭৯৮৩০৬৯৫১ নাম্বারে যোগাযোগ করা যাবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজামেয়ায় সৈয়্যদ আহমদ শাহ্‌ সিরিকোটির (রহ.) ৬৬তম ওরস মোবারক কাল
পরবর্তী নিবন্ধআজ উচ্চারকের ‘মন ও মানচিত্রের বিভাজন’