একজন শিক্ষার্থীর জীবনে উচ্চ শিক্ষার পূর্ণতা পায় বিশ্ববিদ্যালয় থেকে বিশাল সমাবর্তনের মাধ্যমে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ১৬ বছরে পদার্পণ করে। কিন্তু এটির প্রতিষ্ঠাকালীন হতে এখন অব্দি সমাবর্তন হয়েছে মাত্র একবার। সমাবর্তনটি হয়েছিল ২০২০ সালের ২৭ জানুয়ারি। নতুন সারির বিশ্ববিদ্যালয় হওয়ায় বিভিন্ন ধকল সইতে হয়েছে।
তাছাড়া নানা অর্জন ও সমস্যার মধ্যে দিয়ে শিক্ষার গুণগত মান বজায় রাখতে বিশ্ববিদ্যালয় বদ্ধপরিকর। এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও মান বৃদ্ধি পেয়েছে। তাই নতুন আরেকটি সমাবর্তন সময়ের দাবি এবং সকল শিক্ষার্থীদের আশার প্রতিফলন। তাই মাননীয় উপাচার্য মহোদয়কে নতুন সমাবর্তন আয়োজনের জন্য সদয় দৃষ্টি কামনা করছি।
মোহাম্মদ আল–আমিন
শিক্ষার্থী
কুমিল্লা বিশ্ববিদ্যালয়।