চট্টগ্রামের খুলশীতে প্রেমিককে একটি কক্ষে বেঁধে রেখে প্রেমিকাকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে আটক করে পুলিশে দিয়েছেন ছাত্রজনতা। গণধর্ষণের শিকার তরুণীর বয়স ২৬।
গতরাত সোমবার ৯টার দিকে খুলশী এলাকায় এ গণধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত আবুল কালাম (২৮) নামে এক যুবককে নগরীর খুলশী থানাধীন ঝাউতলা বিজিএমইএ ভবনের সামনে থেকে আটক করা হয়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়।
জানা যায়, প্রেমিক-প্রেমিকা দুজনের বাড়ি কুমিল্লায়। তারা দুজনেই কুমিল্লা থেকে পালিয়ে বিয়ে করার জন্য চট্টগ্রামে এসেছিলেন বলে তানভীর নামে এক প্রত্যক্ষদর্শী যুবক জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিএমপি খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মজিবুর রহমান।
তিনি জানান, ‘খুলশীতে গণধর্ষণের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
বিস্তারিত আসছে…