কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত শান্তিপূর্ণ রোডমার্চ কর্মসূচি পালন করে বিএনপি ইতিহাস গড়বে বলে দাবি করেছেন দলটির ভাইস–চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। সরকার পতনের এক দফা আন্দোলনের অংশ হিসেবে আগামী ৫ অক্টোবর এ রোডমার্চ কর্মসূচি পালন করা হবে বলেও জানান তিনি। এসময় তিনি দাবি করেন, দেশে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বসে নির্বাচন করলেও বিজয়ী হবেন।
রোডমার্চ কর্মসূচি ‘সফল’ করতে চট্টগ্রাম মহানগর বিএনপি’র প্রস্ততি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। গতকাল বিকেলে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে অনুষ্টিত প্রস্তুতি সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন। নগর বিএনপি’র আহবায়ক ডা. শাহাদত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ–গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান। সঞ্চালনা করেন নগর বিএনপি’র সদস্য সচিব আবুল হাশেম বক্কর।
মীর মোহাম্মদ নাছির উদ্দীন বলেন, বর্তমান অবৈধ সরকারের পতনের সময় ঘনিয়ে এসেছে। আওয়ামী লীগ এখন পালাবার পথ খুঁজছে। চট্টগ্রামের রোডমার্চ কর্মসূচি যে কোনো মূল্যে সফল করা হবে। মাহবুবের রহমান শামীম বলেন, চট্টগ্রামের রোড মার্চ থেকেই সরকার পতনের লাল কার্ড দেখানো হবে। এই সরকারের বিরুদ্ধে দেশের লক্ষ লক্ষ মনুষ আজকে রাস্তায় নেমে গেছে। আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই সরকারের পতন ঘটাব।
ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামের রোডমার্চ রাজনৈতিক ইতিহাসে স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ ও রোডমার্চ হবে। মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে, জনগণ প্রস্তুত। এসময় উপস্থিত ছিলেন এসময় আলহাজ্ব এম এ আজিজ, মো. শাহ আলম, ইসকান্দর মির্জা, জয়নাল আবেদীন জিয়া, এড মুফিজুল হক ভূঁইয়া, অধ্যাপক নুরুল আলম রাজু, এস এম আবুল ফয়েজ, আশরাফ চৌধুরী, আহমেদুল আলম চৌধুরী রাসেল, আবুল হাশেম, আনোয়ার হোসেন লিপু, মন্জুর আলম চৌধুরী মন্জু, জাহিদুল করিম কচি, মোশাররফ হোসেন দিপ্তী, মোহাম্মদ শাহেদ ও এইচ এম রাশেদ খানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
রাঙমাটি জেলা বিএনপি :
গতকাল দুপুরে রাঙ্গামাটি কাঁঠালতলীস্থ জেলা বিএনপির কার্যালয়ে আগামী ৫ অক্টোবর কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত বিএনপির রোড়মার্চ কর্মসূচী ‘সফল’ করার লক্ষে রাঙমাটি জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি‘র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। তিনি বলেন, বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যের এই সরকারের বিরুদ্ধে এক দফার শান্তিপূর্ণ আন্দোলন করছে। সরকার আবারও তারা ভোটবিহীন নির্বাচন করার পাঁয়তারা করছে। কিন্তু আমেরিকার ভিসা নীতিতে সরকারের মাথা খারাপ হয়ে গেছে। তাই সরকার তার নির্বাচন কমিশনকে দিয়ে তাড়াতাড়ি তফসিল ঘোষণা করাতে চাইছে। কিন্তু দেশের জনগণের ভোটাধিকার ও সুষ্ঠু নির্বাচনের দাবিকে অগ্রাহ্য করলে জনগণ সেটা মানবে না। রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. মামুনুর রশীদ মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি‘র সহ ধর্ম বিষয়ক সম্পাদক এড. দিপেন দেওয়ান ও সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান। বক্তব্য রাখেন সাইফুল ইসলাম ভুট্টু, সাইফুল ইসলাম পনির ও সাইফুল ইসলাম শাকিল।