কুমিল্লায় ৬৫টি মোবাইল উদ্ধার, এক অভিযুক্ত গ্রেপ্তার

কক্সবাজারে মোবাইল দোকানে চুরি

কক্সবাজার প্রতিনিধি | শুক্রবার , ৩ অক্টোবর, ২০২৫ at ৬:০৮ পূর্বাহ্ণ

কক্সবাজার সিটি সেন্টারের ২য় তলার ফয়সাল মোবাইল শপ নামের একটি মোবাইল দোকানে সংঘটিত চুরির ঘটনায় এক চোরকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে চুরি করা ৬৫টি মোবাইল উদ্ধার করা হয়। গত বুধবার রাত ১১টা ৪০ মিনিটে কুমিল্লার হোটেল মিয়ামিতে অভিযান চালিয়ে সফিক ওরফে সোহেলকে গ্রেপ্তার করে কুমিল্লা কোতোয়ালি থানা পুলিশ। এর আগে গত বুধবার সকালে প্রধান সড়কের কক্সবাজার সিটি সেন্টারের ২য় তলায় ফয়সাল মোবাইল ওয়ার্ল্ডে এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এসময় চোরের দল মাত্র ৫ মিনিটের অভিযানে নগদ ৪ লাখ টাকা ও ৬৫টি দামি মোবাইল ব্যাগ ভর্তি করে চম্পট দেয়।

কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, কঙবাজার থেকে চুরি করা মোবাইলগুলো বিক্রি করতে কুমিল্লা মিয়ামি হোটেলের তিনতলায় যায় চোরের দল। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত সেখানে অভিযান চালায়। ঘটনার দিন বুধবারই রাত ১১টা ৪০ মিনিটে অভিযান চালিয়ে একজন চোরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তবে চুরির সঙ্গে তিনজন জড়িত ছিল। তাদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা গেলেও দুইজন পালিয়ে যায়। গ্রেপ্তার ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সবকিছু স্বীকার করেছে। এ ব্যাপারে কঙবাজার সদর মডেল থানার ওসি মো. ইলিয়াছ খান বলেন, আটক চোরকে কঙবাজার আনতে পুলিশের একটি দল কুমিল্লা গেছে। ক্ষতিগ্রস্ত দোকান মালিকের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় পুকুরে ডুবে আট বছরের শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধমহেশখালীতে নিখোঁজের একদিন পর ভাসমান মরদেহ উদ্ধার