কুমিল্লায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, ১ যাত্রী আহত

| শুক্রবার , ৯ জানুয়ারি, ২০২৬ at ৪:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামে চলন্ত ট্রেনে বাইরে থেকে ছোঁড়া পাথরের আঘাতে এক যাত্রী আহত হয়েছেন। আন্তঃনগর ট্রেন সুবর্ণ এক্সপ্রেস গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে কুমিল্লার ময়নামতি স্টেশনের কাছাকাছি স্থানে এ ঘটনা ঘটেছে বলে চট্টগ্রাম রেল স্টেশনের স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার জানিয়েছেন। তিনি বলেন, ময়নামতির কাছাকাছি জায়গায় ট্রেন লক্ষ্য করে বাইরে থেকে ছোড়া পাথরে এক যাত্রী আহত হয়েছেন। খবর বিডিনিউজের।

শোভন চেয়ারের এই যাত্রীর পরিচয় জানতে না পারার কথা তুলে ধরে স্টেশন মাস্টার আবু জাফর বলেন, ট্রেনেই সে যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পাথর ছোড়ার ঘটনায় ট্রেনটিকে কোথাও দাঁড়াতে হয়নি। বিরতিহীন আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস সকাল ৭টায় চট্টগ্রাম রেল স্টেশন থেকে ছেড়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে ফিশিং বোটে নিষিদ্ধ ট্রলিং সরঞ্জাম, ভারতীয় নাগরিকসহ আটক ৭
পরবর্তী নিবন্ধঢাবির ৫ স্থাপনা থেকে মুজিব পরিবারের নাম সরানোর সুপারিশ