কুমিল্লায় ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের চারটি চাকা লাইনচ্যুত হলেও ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।
ট্রেনটি আজ বুধবার (১৯ এপ্রিল) বিকাল ৪টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলওয়ে স্টেশনে প্রবেশের মুহূর্তে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কুমিল্লা রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) লেয়াকত আলী মজুমদার বলেন, “শশীদল রেলওয়ে স্টেশনে প্রবেশের পর লুপ লাইনে ট্রেনটির ইঞ্জিনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। তবে মেইন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে কাজ শুরু করেছে; অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে।”
কুমিল্লা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মাহবুবুর রহমান বলেন, “ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী কর্ণফুলী ট্রেনের ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হয়েছে। ট্রেনটির টিকেট ব্যবস্থাপনা বেসরকারি। দুর্ঘটনার খবর পেয়ে কর্ণফুলীর টিকেট কাউন্টারের ইনচার্জ কুমিল্লা স্টেশন থেকে সটকে পড়লে আমি লোকজন দিয়ে তাকে ডেকে আনি। এরপর কুমিল্লা স্টেশনে মাইকিং করা হয়। যেসব যাত্রী টিকেট কেটেছিলেন, তাদের টিকেটের টাকা ফেরত নিয়ে বিকল্প পথে গন্তব্যে যাওয়ার জন্য অনুরোধ করা হয়।”