কুমিল্লায় আধুনিক প্রযুক্তির সমন্বয়ে উত্তরা মোটর্সের ডিলার শোরুম উদ্বোধন

| বৃহস্পতিবার , ২৮ এপ্রিল, ২০২২ at ১১:১৩ পূর্বাহ্ণ

কুমিল্লার নিশ্চিন্তপুরে ক্যান্টনমেন্ট বাজাজ নামে উত্তরা মোটর্সের অনুমোদিত থ্রি-এস ডিলার শো-রুম সম্প্রতি উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উত্তরা মোটর্স বাজাজ ডিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা দিলীপ ব্যানার্জী। বাজাজের স্ট্যান্ডার্ড অনুযায়ী আধুনিক প্রযুক্তির সমন্বয়ে নতুন এই শো-রুমটি সম্পূর্ণভাবে শীতাতপ নিয়ন্ত্রিত।

একই ছাদের নিচে মিলবে বিক্রয়সেবা, খুচরা যন্ত্রাংশ।

৩৮০০ বর্গফুটের শো-রুমটিতে ওয়াই-ফাই সুবিধাসহ রয়েছে সুপরিসর বসার স্থান এবং ক্রেতাদের প্রত্যাশানুযায়ী রয়েছে মনোমুগ্ধকর পরিবেশ।

উদ্বোধন অনুষ্ঠানে ক্যান্টনমেন্ট বাজাজের স্বত্বাধিকারী আব্দুর রউফসহ উত্তরা মোটর্সের অন্যান্য কর্মকর্তা, ডিলার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসামর্থ্যবানদের উচিত গরিবের পাশে দাঁড়ানো : শাহাদাত
পরবর্তী নিবন্ধদুস্থদের জন্য বিনামূল্যে ঘর প্রধানমন্ত্রীর অনন্য নিদর্শন