কুমিল্লার ঘটনা দেশের স্থিতিশীলতা বিনষ্টের ফাঁদ কিনা খতিয়ে দেখার আহ্বান

সাইফুদ্দীন আহমদ আল্‌-হাসানীর বিবৃতি

| শনিবার , ১৬ অক্টোবর, ২০২১ at ১১:৩৮ পূর্বাহ্ণ

দেশে হিন্দু-মুসলিম বিভেদ সৃষ্টির যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান, সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্‌-হাসানী। এক বিবৃতিতে তিনি সকলকে ধৈর্য্যের সাথে, আইনের প্রতি শ্রদ্ধা রেখে এ সংকট সমাধানের আহ্বান জানান। তিনি বলেন, পবিত্র গ্রন্থের অবমাননা নিঃসন্দেহে গর্হিত কাজ।
এ ঘটনার সুষ্ঠু বিচার করতে হবে ও জড়িতদের কঠোর শাস্তি প্রদান করতে হবে। পাশাপাশি এ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন উপাসনালয়ে হামলার ঘটনাও নিন্দনীয়। কারণ ইসলাম শান্তি-সমপ্রীতির ধর্ম। ইসলাম কখনো অন্য ধর্মের ওপর আঘাত সমর্থন করে না। প্রিয় নবীজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ‘মদীনা সনদ’ এর মাধ্যমে সকল ধর্মের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করেছেন, তাদেরকে নিরাপত্তা দিয়েছেন। এটাই ইসলামের আদর্শ। অমুসলিমরা মুসলমানদের আমানত। যুগে যুগে সূফী সাধক, আউলিয়াগণ এ শিক্ষাই দিয়ে যাচ্ছেন। তাদের অবিরাম প্রয়াসেই উপমহাদেশে সামপ্রদায়িক সমপ্রীতি হাজার বছরের গৌরবময় ঐতিহ্য।
অন্য ধর্মের প্রতি সম্মান জানালে, নিজের ধর্মের সৌন্দর্য প্রকাশ পায়। সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্‌-হাসানী আরো বলেন, এ ঘটনা দেশের স্থিতিশীলতা বিনষ্ট করতে সচেষ্ট কোনো কুচক্রী মহলের সুপরিকল্পিত ফাঁদ কি না তা অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। এমন সংকটময় পরিস্থিতিতে দেশের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব খাদ্য দিবস আজ
পরবর্তী নিবন্ধমাহমুদুল ইসলামের সাথে মার্কিন দূতাবাস কর্মকর্তা ব্রেন্ডনের সাক্ষাৎ