কুমিল্লাকে হারিয়ে টানা দ্বিতীয় জয় রংপুরের সিলেটের হার অব্যাহত, জয়ে ফিরলো বরিশাল

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ৩১ জানুয়ারি, ২০২৪ at ১০:০৪ পূর্বাহ্ণ

বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়েছে রংপুর রাইডার্স। কুমিল্লাকে ৮ রানে হারিয়ে টুর্নামেন্টে তৃতীয় জয় তুলে নিয়েছে রংপুর। গতকাল মঙ্গলবার সিলেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে রংপুর রাইডার্স। দলের পক্ষে বাবর আজম ৩৬ বলে ৩৭ ও আজমতুল্লাহ ওমরজাই ২০ বলে করেন ৩৬ রান। কুমিল্লার রেইফার ২টি উইকেট নেন। ১৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরতেই উইকেট হারায় কুমিল্লা। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান ওপেনার লিটন দাস। এরপর ক্রিজে আসা মাইদুল অঙ্কনকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন মোহাম্মদ রিজওয়ান। ৫৯ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। দলীয় ৬০ রানে ২১ বলে ১৭ রান করে আউট হন রিজওয়ান। এরপর ক্রিজে আসা তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন অঙ্কন। সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন অঙ্কন। তবে দলীয় ১১৩ রানে ৫৫ বলে ৬৩ রান করে আউট হন কুমিল্লার এই ব্যাটার। শেষ দিকে রংপুরের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করতে সক্ষম হয় কুমিল্লা। রংপুরের ওমরজাই ২টি উইকেট নেন। ম্যাচ সেরা হন আজমতুল্লাহ ওমরজাই। এই জয়ে ৫ ম্যাচে ৩ জয় ও ২ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠলো রংপুর। ৪ ম্যাচে দ্বিতীয় হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে থাকলো কুমিল্লা।

এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৪৯ রানে হারিয়েছে ফরচুন বরিশাল। শুরুতে ব্যাট করতে নেমে বরিশাল ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান করে। জবাব দিতে নেমে ১৩৭ রানে অলআউট হয়ে যায় সিলেট। ৫ ম্যাচ খেলে সবগুলোতেই হারলো দলটি। তিন ম্যাচ হারের পর দ্বিতীয় জয় পায় বরিশাল। টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ফরচুন বরিশালের। ৮ বলে ২ রান করে ফেরেন অধিনায়ক তামিম ইকবাল, ৫ বলে ১ রান করে আউট হন প্রিতম কুমারও। কিন্তু একপ্রান্তে ঝড় তোলেন আহমেদ শেহজাদ। ৩০ বলে হাফ সেঞ্চুরি ছুয়ে ফেলেন তিনি। পাকিস্তানি এই ব্যাটার ৯ চার ও ২ ছক্কায় ৪১ বলে ৬৬ রান করে আউট হন। সৌম্য সরকার ১৭ বলে ২০ ও মুশফিকুর রহিম আউট হন ১৯ বলে ২২ রানে। কিন্তু বরিশালের রান দুইশ ছোঁয়ার কাছাকাছি নিয়ে যান মাহমুদউল্লাহ রিয়াদ। এই ব্যাটার ২৩ বলে হাফ সেঞ্চুরি করেন। শেষ অবধি অপরাজিত থেকে ২৪ বলে করেন ৫১ রান। অপরাজিত থাকা আরেক ব্যাটার মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে ৬ বলে আসে ১৫ রান। রান তাড়ায় নেমে সুবিধা করতে পারেনি সিলেট স্ট্রাইকার্সও। দলের পক্ষে সর্বোচ্চ রান আসে জাকির হাসানের ব্যাট থেকে। ৪ চার ও ২ ছক্কায় ৩৪ বলে ৪৬ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করতে ২৩ বল খেলেন শামসুর রহমান শুভ। বরিশালের হয়ে ৪টি উইকেট নেন মোহাম্মদ ইমরান। এছাড়া দুটি করে উইকেট পান মেহেদী হাসান মিরাজ ও খালেদ আহমেদ।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে ৫২ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধবাংলাদেশ জাতীয় সেপাক টাকরো দলের নেপাল যাত্রা