সারাদিনে কুমির বেচারা
পেল না একটা শিকার
ক্ষুধার জ্বালায় ঘুরে বেড়ায়
এদিক সেদিক শুধু হাতড়ায়।
ছোট্ট একটি ছাগলছানা
হঠাৎ এলো ঝিলের পাড়ে
কুমির গিয়ে চুপিসারে
পড়লো তার ঘাড়ে।
ছাগলছানা বেজায় চালাক
দিলো একটা লাফ
কুমির বেচারা ভীষন রেগে
বিশাল একটা হা করে
কোনো উপায় না দেখে
করে দিলো মাফ।