সীতাকুণ্ড উপজেলায় কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পাঁচ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা হাইওয়ে জোনের পুলিশ সুপারের নির্দেশে প্রত্যাহার করা পাঁচ পুলিশ সদস্যকে কুমিল্লা হাইওয়ে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। ওই পাঁচ পুলিশ সদস্য হলেন সহকারী ট্রাফিক উপপরিদর্শক (এটিএসআই) মো. মাসুদ, কনস্টেবল মো. লোকমান, করিম, জহিরুল ইসলাম ও আমান আজমী।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মোহাম্মদ আবদুল্লাহ বলেন, একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার। তাঁদের বিরুদ্ধে অভিযোগ কী এবং কারা অভিযোগ দিয়েছেন, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।
কুমিরা হাইওয়ে পুলিশের একটি সূত্র জানায়, গত মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড বাইপাস অংশে দায়িত্বে ছিলেন ওই পাঁচ পুলিশ সদস্য। এ সময় তাঁরা বিভিন্ন গাড়ির চালক, পরিবহন শ্রমিক ও যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করেন বলে অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে তাঁদের প্রত্যাহার করা হয়ে থাকতে পারে।