কুমিরা ঘাটে জাহাজ বা সার্ভিস বোট থেকে তীরে নামার জন্য লালবোটে থেকে কোমর সমান পানিতে নামতে হচ্ছে যাত্রীদের। ঈদের পর কুমিরা ব্রিজের সিঁড়ি ভেঙে যাওয়ায় এ চিত্র প্রতিনিয়ত দেখা যাচ্ছে।
বিশেষ করে ভাটার সময় লালবোটে উঠানামার সময় যাত্রীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।
বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী এএসএম আশরাফুজ্জামান আজাদীকে জানান, সপ্তাহখানেকের মধ্যেই লোহার ব্রিজটি নির্মাণ কাজ শেষ করতে পারবো বলে আশা করছি। বৈরী আবহাওয়ার কারণে কাজে ব্যাঘাত না ঘটলে ব্রিজ নির্মাণ এতোদিনে সম্পূর্ণ হয়ে যেতো বলে তিনি জানান।