কুমিরা ঘাটে নৌ পুলিশের বিশেষ সেবা কেন্দ্র

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ৮ জুলাই, ২০২২ at ৭:১২ পূর্বাহ্ণ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সীতাকুণ্ডের কুমিরা-সন্দ্বীপ ঘাটে নিরাপদ যাত্রী পারাপারে নৌ পুলিশের পক্ষ থেকে বিশেষ সেবা কেন্দ্র চালু হয়েছে। নৌ-পথের যাত্রী ও নৌ-যানের নিরাপত্তা এবং নদী পথের সুরক্ষায় জন সচেতনতা তৈরির লক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে কুমিরা নৌ পুলিশ।
কুমিরা নৌ পুলিশের ইনচার্জ মো. একরাম উল্লাহ বলেন, ঈদযাত্রা নিরাপদ ও আনন্দময় করতে বিশেষ সেবা কেন্দ্র চালু করা হয়েছে। যাত্রীদের শতভাগ লাইভ জ্যাকেট নিশ্চিত করণ, অতিরিক্ত যাত্রী ধারণ থেকে বিরত, সুষ্ঠুভাবে টিকেটের ব্যবস্থা করা, মহিলা ও প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ সুযোগ-সুবিধার ব্যবস্থা করা, অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি বন্ধসহ নদী পথের নিরাপত্তা বিভিন্ন সচেতনতামূলক কাযক্রম পরিচালনা করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে আক্রান্ত আরও ৫৩
পরবর্তী নিবন্ধজুয়েলারি দোকানে ঢুকে পড়ল কোরবানির গরু