কুমিরা-গুপ্তছড়া নৌরুটে স্পিডবোটের ভাড়া বৃদ্ধি

| বুধবার , ২ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:১৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সাথে দ্বীপ উপজেলা সন্দ্বীপের যাত্রী ও মালামাল পারাপারের অন্যতম কুমিরা-গুপ্তছড়া ঘাট। চট্টগ্রাম জেলা পরিষদের পরিচালনাধীন এ রুট দিয়েই দ্বীপের ৯০ শতাংশ নৌ যাতায়াত সম্পন্ন হয়। এদিকে গতকাল মঙ্গলবার থেকে পূর্বঘোষণা ছাড়াই এ রুটের স্পিডবোটের ভাড়া ২৫০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করেছেন ঘাট ইজারাদার আনোয়ার চেয়ারম্যান। হটাৎ এভাবে ভাড়া বৃদ্ধির কারণে যাত্রী ও সচেতন সন্দ্বীপবাসীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন অনেকে।
স্পিড বোটের ভাড়া বৃদ্ধির কারণ জানতে চাইলে চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির ইকবাল আজাদীকে বলেন, এ বিষয়ে আমি অবগত নয়। এখন জানলাম মাত্র। সংশ্লিষ্ট ইজাদারের সাথে এ নিয়ে তিনি আলাপ করবেন বলে জানান। এদিকে ইজারাদার আনোয়ার চেয়ারম্যান ৩৭ টাকা ভাড়া কম নেয়ার দাবি করে বলেন, সরকার তো আগেই নৌ পরিবহনের ভাড়া বৃদ্ধি করছে ঐ হিসেবে ৩৩৭.৫ টাকা আসে আমি ৩৭ টাকা কমিয়ে ৩০০ টাকা করছি। এর আগে ডিজেলের দাম বৃদ্ধির অযুহাতে কুমিরা-গুপ্তছড়া নৌরুটে পণ্য পরিবহনে বস্তা প্রতি পাঁচ টাকা বৃদ্ধি করেছিলো ঘাট ইজারাদার। পণ্যের এ অতিরিক্ত ভাড়ার বোঝাও বহন করতে হয় ভোক্তাদেরই।

পূর্ববর্তী নিবন্ধপাইকারিতে ভোজ্যতেলের দাম ঊর্ধ্বমুখী
পরবর্তী নিবন্ধনিলাম কার্যক্রমের গতি বাড়লেও সুফল পাচ্ছেন না বিডাররা