নিখোঁজের চার দিনের মাথায় গতকাল ১ নভেম্বর সীতাকুণ্ডের কুমিরা এলাকায় সাংবাদিক গোলাম সরওয়ারকে পাওয়া গেছে। স্থানীয়রা বলছেন তাকে একটি অ্যাম্বুলেন্স থেকে ফেলে যাওয়া হয়েছে। অর্ধচেতন অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে লোকজন জড়ো হলে তিনি শুধু বলছিলেন, ‘আমি নিউজ করবো না ভাই, প্লিজ আমাকে ছেড়ে দেন’। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ১৪নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। খবর পেয়ে সিএমপি কমিশনার সাংবাদিক গোলাম সরওয়ারকে দেখতে হাসপাতালে ছুটে যান। গোলাম সরওয়ার আজকের সূর্যোদয় চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার ও অনলাইন পোর্টাল সিটি নিউজ বিডি ডট কমের নির্বাহী সম্পাদক ও প্রকাশক হিসেবে কর্মরত রয়েছেন।
সাংবাদিক গোলাম সরওয়ারের সহকর্মী ও আজকের সূর্যোদয়ের সহকারী সম্পাদক জুবায়ের সিদ্দিকী আজাদীকে বলেন, গত ২৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল থেকে নিখোঁজ ছিলেন সাংবাদিক গোলাম সরওয়ার। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করি। কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীনের নেতৃত্বে পুলিশ এ ক’দিন ধরে চেষ্টা করে যাচ্ছিলেন সরওয়ারকে উদ্ধারে। আজ (১ নভেম্বর) রাত সাড়ে সাতটার দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি ফোন দিয়ে আমাকে জানান, সরওয়ারকে বড় কুমিরা গরুর বাজারের কাছে ফেলে গেছে। আমি ওসি মহসীনকে ফোন দিলে তিনি দ্রুত ছুটে আসেন এবং আমিসহ বড় কুমিরা যাই। ওসি কোতোয়ালীর গাড়িতে করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। সরওয়ার আমাকে জানান, অপহরণকারীরা নিজেদের মধ্যে বলাবলি করছিল, ‘পুলিশের ট্র্যাকিং থেকে বাঁচতে একে কোথায় ফেলবি, ফেলে আয়’। কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন আজাদীকে বলেন, গোলাম সরওয়ার নিখোঁজের পর থেকেই আমরা তদন্ত করছি। এখন তিনি উদ্ধার হয়েছেন। একটু সুস্থ হলে তাঁর অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।