রাত্রির রঙ কুমকুম দত্ত | শুক্রবার , ১ জুলাই, ২০২২ at ৬:২২ পূর্বাহ্ণ রাত্রির রঙ গাঢ় হয়ে আলো হয় মুখ মানুষের জন্মের কুয়াশা; আদিগন্ত হেঁটে যায় পথ অন্ধকার রাঙানো সিঁদুর কপালে তোমার খসে পড়ে আড়ালে সন্ধ্যাতারা। প্রেম পৃথিবীর পথ পুরাতন বিশুদ্ধ জন্ম-মৃত্যুর ঘ্রাণ; মানুষ নিদারুণ হেঁটে যায় অগ্নি আলোর পিপাসায়।