কুবের-কপিলা হচ্ছেন মিশু ও মাহি, দৈত্য হবেন হাবু ভাই!

| সোমবার , ১ জুলাই, ২০২৪ at ৭:০৮ পূর্বাহ্ণ

বাংলা সাহিত্যে অমর এক চরিত্র কুবের। মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পদ্মা নদীর মাঝি’র চরিত্র এটি। প্রান্তিক জনগোষ্ঠীর একজন প্রতিনিধি কুবের। যে হেরে যায় পুঁজিবাদ ও সামন্তবাদের কূটকৌশলের কাছে। যুগে যুগে চরিত্রটিকে নিয়ে অনেক আলোচনা হয়েছে। তৈরি হয়েছে নাটকসিনেমাও। এবার এই চরিত্রে দেখা যাবে অভিনেতা মিশু সাব্বিরকে। ‘এমন যদি হতো’ নামের বিশেষ একটি ধারাবাহিক নাটকে এ চরিত্রে দেখা যাবে তাকে। খবর বাংলানিউজের। এতে কুবেরের শালী চরিত্র কপিলা হিসেবে পর্দায় হাজির হবেন সামিরা খান মাহি। এটি রচনা করেছেন রাজিবুল ইসলাম রাজিব।

সিরিজটি যৌথভাবে পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ ও সাইদুর রহমান রাসেল। সিরিজে মিশু ছাড়াও আরও কয়েকজন অভিনেতা ঐতিহাসিক ও অতীতের বিভিন্ন সময়ের জনপ্রিয় চরিত্র দেখা দেবেন। যার মধ্যে আলাদীনের দৈত্য চরিত্রে হাজির হবেন অভিনেতা চাষী আলম (হাবু ভাই নামে অধিক পরিচিত)। দেবদাস চরিত্রে দেখা যাবে জোভানকে।

পূর্ববর্তী নিবন্ধকনসার্ট করতে যুক্তরাষ্ট্রে ভাই বোন
পরবর্তী নিবন্ধমুক্তিযুদ্ধের গল্প আসছে ভারতীয় ওয়েব সিরিজে, অভিনয়ে শুভ