কুফরি প্রতিষ্ঠা ঠেকাতে সজাগ থাকার আহবান হেফাজত আমিরের

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ৪ অক্টোবর, ২০২৫ at ১২:২৬ অপরাহ্ণ

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী আসন্ন নির্বাচনকে সামনে রেখে অনুসারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

গতকাল শুক্রবার দিনব্যাপী হাটহাজারীতে আয়োজিত আন্তর্জাতিক শানে রিসালাত সম্মেলনে রাতে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, সামনের নির্বাচনে যেন তারা (বিশেষ মতাদর্শের দল) ভোট নিয়ে এদেশে কুফরি প্রতিষ্ঠা করতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন।”

হেফাজতে ইসলাম হাটহাজারী উপজেলা শাখার ব্যবস্থাপনায় দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী জামায়াতে ইসলামীর নেতাদের সাম্প্রতিক কিছু বক্তব্যের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “জামায়াত ইসলামের আমীর লন্ডনে গিয়ে বলেছেন, আমাদের ইসলাম মৌলবাদী ইসলাম নয়। জামায়াত ইসলামের সেক্রেটারি সম্প্রতি দূর্গা পূজা আর রোজা কে সমান বলেছেন। আবার, মহিলাদের পর্দা করার প্রয়োজন নাই উল্লেখ করে সে বলেছে, তারা (মহিলারা) নাকি আজাদ, স্বাধীন। এছাড়াওহ হযরত ওমর নাকি তৎকালে মেয়েদের ধর্ষণ করতেন। হযরত ওমরের ভয়ে নাকি মেয়েরা পালিয়ে যেতো। যে হযরত ওমর (রঃ) কে নিয়ে এমন কথা বলতে পারে, তাকে এই দেশে জায়গা দেওয়া দরকার ছিল না বলেও মন্তব্য করেন বাবুনগরী।

সম্মেলনে প্রধান আলোচক ছিলেন পাকিস্তানের করাচীর জামিয়া মাহমুদিয়ার প্রিন্সিপাল আল্লামা মুফতী নূরুল হক। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন হেফাজতের সিনিয়র নায়েবে আমীর ও হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুফতী খলিল আহমদ কাসেমী, হাটহাজারী মাদ্রাসার সিনিয়র মুফতী আল্লামা মুফতী জসিম উদ্দিন এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা উবাইদুল্লাহ ফারুক।

হেফাজতে ইসলাম হাটহাজারী উপজেলা শাখার সভাপতি মুফতী মুহাম্মদ আলী কাসেমীর সভাপতিত্বে এবং মাওলানা এমরান সিকদার, মাওলানা আব্দুল্লাহ, মোরশেদ আলম ও মাওলানা হাসান মুরাদের যৌথ সঞ্চালনায় সম্মেলনে আরও বয়ান পেশ করেন মাওলানা সালাহ উদ্দিন নানুপুরী, মাওলানা আবু তাহের নদভী, মুফতী হাবিবুর রহমান কাসেমী, মাওলানা শোয়াইব জমিরী, মুফতী কিফায়াতুল্লাহ, মুফতী মাহমুদ হাসান, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা মীর কাসেম, মাওলানা উসমান ফয়জী, মাওলানা আইয়ুব বাবুনগরী, মাওলানা মাহমুদ হাসান ফতেপুরী।

এছাড়াও বয়ান করেন মাওলানা শফি, মাওলানা শামসুদ্দোহা চৌধুরী, মাওলানা আহমদ দীদার কাসেমী, মাওলানা আবু তৈয়ব আব্দুল্লাহপুরী, মাওলানা উসমান সাঈদী, মাওলানা জাফর আহমদ, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মুফতী হারুন ইজহার, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতী কুতুব উদ্দিন, ড. নূরুল আবসার আযহারী, মাওলানা ইসমাঈল খাঁন, মাওলানা হেলাল উদ্দিন বিন জমির উদ্দীন, মুফতী মাহমুদ হাসান গুনবী, মাওলানা নাছির উদ্দিন মুনির, মাওলানা মীর ইদরিস নদভী, মুফতী আব্দুল আজিজ, মাওলানা আব্দুল ওয়াদুদ নোমানী, মাওলানা ইবরাহীম, মাওলানা ইদরিস, জনাব আহসান উল্লাহ, মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, মাওলানা শোয়াইব বিন ইয়াহইয়া, মুফতী রাশেদুল ইসলাম, মাওলানা আনিসুর রহমান, মাওলানা আনোয়ার শাহ আযহারী, মাওলানা আলমগীর মাসউদ, মুফতী জমির উদ্দিন এবং মাওলানা নিজাম সাইয়্যিদ।

পূর্ববর্তী নিবন্ধখেলা মনকে সতেজ রাখে, অপরাধ থেকে বিরত রাখে-জাহেদ চৌধুরী