কুন্ডেশ্বরী বালিকা বিদ্যামন্দিরে গালস্ গাইড ও গালস্ ইন–স্কাউট দলের ডে ক্যাম্প, দীক্ষা অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ গতকাল শনিবার বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী ভুমি কমিশনার মো. রিদুয়ানুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কুন্ডেশ্বরী বালিকা বিদ্যামন্দিরের দাতা সদস্য রাজীব সিংহ, কুন্ডেশ্বরী বালিকা মহাবিদ্যালয়ের দাতা সদস্য বাসুদেব সিংহ।
প্রধান শিক্ষক পলাশ রায় চৌধুরীর সভাপতিত্বে এতে অতিথি ছিলেন উপজেলা স্কাউট ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন রাউজানের স্থানীয় কমিশনার সহকারী প্রধান শিক্ষক নাসরিন আকতার, সীতাকুণ্ড গাইড কমিশনার নাজনীন হক চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক অরুপ দাশ, রাউজান স্কাউট লিডার কামাল উদ্দীন। প্রধান অতিথি বলেন, শিক্ষাজীবনে এবং শিক্ষাজীবনের পরও গার্লস্ গাইডসের গুরুত্ব রয়েছে। পরে তিনি কৃতীদের মাঝে পুরস্কার, সাটিফিকেট, ক্রেস্ট তুলে দেন। প্রেস বিজ্ঞপ্তি।