ইউপি নির্বাচনের কারণে আল্লামা শাহ্ আব্দুল মালেক মহীউদ্দীন আল কুতুবীর (রহ.) চন্দ্র মাসিক ফাতেহা কুতুব শরীফ দরবার কুতুবদিয়ায় কাল ২০ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ২৪ সেপ্টেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। গতকাল মাঝির ঘাটস্থ কুতুব শরীফ দরবারের মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় আল্লামা শাহ্ আব্দুল মালেক মহীউদ্দীন আল কুতুবীর শাহজাদাগণের অনুমতিক্রমে এবং কুতুব শরীফ দরবার পরিচালনা কমিটির সকল নেতৃবৃন্দের সর্বসম্মত সিদ্ধান্তে ফাতেহার তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্ব নির্ধারিত (২০ সেপ্টেম্বর) দিনে ইউপি নির্বাচন পড়ায় কুতুবদিয়ার সকল ঘাট পারাপার বন্ধ ঘোষণা করা হয়েছে। সেদিন কোন অবস্থাতেই কোন যাত্রী দরবার শরীফ যাওয়া সম্ভব হবেনা। তাই সকল ভক্ত ও আশেকানদের ২৪ সেপ্টেম্বর ফতেহা শরীফে যোগদান করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।