কুতুবদিয়া উপজেলা আ. লীগের সম্মেলন অনুষ্ঠিত

সভাপতি আওরঙ্গজেব, সম্পাদক হাজী তাহের

মহেশখালী প্রতিনিধি | শুক্রবার , ১৮ নভেম্বর, ২০২২ at ৪:৩০ পূর্বাহ্ণ

বাংলাদেশ আওয়ামী কুতুবদিয়া উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে কুতুবদিয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা আ. লীগের সভাপতি মো. আওরঙ্গজেব মাতবরের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও কেন্দ্রীয় আ. লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। সম্মেলনের উদ্বোধন করেন কক্সবাজার জেলা আ. লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও কুতুবদিয়া উপজেলা চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী। সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এড. সিরাজুল মোস্তফা, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খানম এমপি, জেলা আ. লীগের সাধারণ সম্পাদক কক্সবাজার পৌর মেয়র মজিবুর রহমান, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংসদ সদস্য জাফর আলম প্রমুখ।
বিকালে অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এ সময় কাউন্সিলরদের সরাসরি ভোটে নির্বাচিতদের নাম ঘোষণা করেন জেলা আ. লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আওরঙ্গজেব মাতবর; সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হাজী মো. তাহের।

পূর্ববর্তী নিবন্ধচবিতে নিরাপদ ইন্টারনেট ও প্রযুক্তি ব্যবহার বিষয়ক সভা
পরবর্তী নিবন্ধটিসিবি ডিলার সমিতি চট্টগ্রাম আঞ্চলিক অফিসে মতবিনিময়