লাইট হাউজ বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার প্রদান ও গুণীজন সম্মাননা গত ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। কুতুবদিয়ার ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের হিসাব রক্ষক এস এম মাহফুজুর রহমানের সঞ্চালনায় এতে সভাপতি ছিলেন সমুদুল করিম ভুট্টু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উত্তর ধুরুং ছমদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু মুসা। লাইট হাউজ বৃত্তি প্রকল্পের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক চুয়েটের সহযোগী অধ্যাপক প্রকৌশলী ড. নুর্শেদুল মামুন। লাইট হাউজ বৃত্তি ২০২৫ এ সর্বোচ্চ বৃত্তি পাপ্ত প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান কুতুবদিয়া আইডিয়াল স্কুল এন্ড কলেজ এবং সহযোগী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ছিল ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয়। অধ্যক্ষ নাজিম উদ দৌলা, প্রকৌশলী রবিউল হোছাইন, আহমদ হোছাইন ও আবুল কালাম আজাদকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












