কুতুবদিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মহেশখালী প্রতিনিধি | শনিবার , ১০ জানুয়ারি, ২০২৬ at ৬:৩২ পূর্বাহ্ণ

কুতুবদিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মো. শাহরিয়ার (১৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার লেমশীখালী জাহালিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মাহাবুবুর রহমানের ছেলে।

নিহতের ভাই মো. আজম জানান, শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে নিজ বাড়িতে শাহরিয়ার বৈদ্যুতিক লাইন থেকে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদা তাকে মৃত ঘোষণা করেন। কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক বলেন, বিদ্যুতের শকে এক কিশোরের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

তারা প্রাথমিক তথ্য নেয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

পূর্ববর্তী নিবন্ধউখিয়ায় পাহাড় কাটার সময় মাটি চাপায় শ্রমিকের মৃত্যু
পরবর্তী নিবন্ধজীবনের হতাশা, কষ্ট ও নিঃসঙ্গতায় বই মানুষের অপার বন্ধু