কুতুবদিয়ায় প্রকাশ্যে হাঙ্গর বিক্রি, ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা

মহেশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৯ জানুয়ারি, ২০২৬ at ১০:৩৩ পূর্বাহ্ণ

সামুদ্রিক বিরল প্রজাতির হাঙ্গর মাছ প্রকাশ্যে বিক্রি করার দায়ে কুতুবদিয়ায় এক মাছ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত ৪০ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল সকাল ১০টায় কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ স্টিমার ঘাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সাকিব উল আলম।

এ সময় নুরুল হক (৪১) নামক এক ব্যক্তি আনুমানিক ১০০ কেজি ওজনের একটি মৃত হাঙ্গর মাছ বিক্রির উদ্দেশ্যে ভ্যান গাড়ি যোগে পরিবহনের অপরাধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ৩৭() ধারা মোতাবেক তাকে দোষী সাব্যস্ত করে একই ধারায় ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধনলকূপের পরিত্যক্ত গর্তে পড়ে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধরাঙামাটি জেনারেল হাসপাতালে নেই জলাতঙ্কের টিকা