কুতুবদিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

মহেশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ৮ নভেম্বর, ২০২২ at ৯:২৮ পূর্বাহ্ণ

কুতুবদিয়ায় পুকুরে ডুবে একই দিনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকালে উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নে পৃথক ডুবির এ ঘটনা ঘটে। এতে আড়াই বছর বয়সের দুর্জয় নাথ ও সুবাহা নামে তের মাস বয়সী দুই শিশুর মৃত্যু হয়।

এলাকাবাসী ও নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, বিকাল ৪টার দিকে দক্ষিণ ধূরুং ইউনিয়নের নাথ পাড়ায় খেলতে গিয়ে বাড়ির সদস্যদের অগোচরে পুকুরে ডুবে যায় ওই এলাকার লিটন নাথের আড়াই বছর বয়সী ছেলে দুর্জয় নাথ। পরে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে বিকাল সাড়ে ৪টায় একই ইউনিয়নের ডিংগাভাঙ্গা এলাকার কবির হোছাইনের ১৩ মাস বয়সী শিশু কন্যা সুবাহা মায়ের সাথে উঠানে খেলা করছিল। মা রান্নার কাজে ঘরে ঢুকলে শিশু সুবাহা পুকুরে পড়ে যায়।

সেখান থেকে উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকেও মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ ধূরুং ইউনিয়নের চেয়ারম্যান আলা উদ্দিন আল আজাদ। তিনি বলেন, অভিভাবকদের অসচেতনতায় শিশু দু’টির মৃত্যু হয়েছে। পুকুরে ডুবে শিশু মৃত্যু রোধে অভিভাবকদের আরও সচেতন হওয়ার অনুরোধ জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধচার ভবন মালিককে ৯৫ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধআনোয়ারায় আগুনে ক্ষতি ২ কোটি টাকা অক্ষত ব্যাংকের ভল্ট