কুতুবদিয়ায় পুকুরে ডুবে আবারো শিশুর মৃত্যু

১০ মাসে নিহত ৪৩ জন

কক্সবাজার প্রতিনিধি | সোমবার , ৪ অক্টোবর, ২০২১ at ৮:২৭ অপরাহ্ণ

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে ফের শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে।

আজ সোমবার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে কুতুবদিয়ার উত্তর ধুরুং ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত শিশু ফারিয়া (৭) স্থানীয় সাদ্দাম হোসেনের মেয়ে। এর তিন দিন আগে গত শুক্রবার (১ অক্টোবর) এক দিনেই পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়।

এ নিয়ে আজ সোমবার পর্যন্ত চলতি বছরে কুতুবদিয়ায় ৪৩ জন শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, আজ সোমবার ১টার দিকে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের সাদ্দাম হোসেনের মেয়ে ফারিয়া পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির উঠানে খেলা করার সময় পার্শ্ববর্তী পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে কুতুবদিয়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এর মাত্র তিন দিন আগে গত শুক্রবার (১ অক্টোবর) এক দিনেই এই দ্বীপ উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের বৈদ্যার পাড়ার কামাল হোসেনের শিশু পুত্র রিফাত(৪), একই ইউনিয়নের আশার হাজীর পাড়ার সাদ্দাম হোসেনের শিশু কন্যা জান্নাতুল মাওয়া(১) ও উত্তর কৈয়ারবিল ইউনিয়নের হামিদুল হাসানের কন্যা সুমাইয়া(৩) পুকুরের পানিতে ডুবে মারা যায়।

কুতুবদিয়া উপজেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, এ নিয়ে চলতি বছর গত ১০ মাস ৪ দিনে ৪৩ শিশুর মৃত্যু হয়েছে। গত বছর (২০২০ সালে) একই কারণে অন্তত ৮০টি শিশুর মৃত্যু হয়।

পূর্ববর্তী নিবন্ধরিফিউজি থাকলে কিছু লোকের একটু লাভই হয়: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু