কক্সবাজারের উপকূলীয় দ্বীপ কুতুবদিয়া উপজেলার সাথে পেকুয়ার মগনামা ঘাটে নিরাপদ যাত্রী পারাপার ও মালামাল পরিবহনের নিমিত্তে কুতুবদিয়া ও মগনামার উভয় পাড়ের জরাজীর্ণ জেটিঘাট সংস্কার করে কুতুবদিয়া চ্যানেলে সী–ট্রাক সার্ভিস চালুর দাবি দিন দিন জোরালো হচ্ছে।
পার্শ্ববর্তী উপকূলীয় দ্বীপ মহেশখালী ও সন্দ্বীপে সামপ্রতিক সময়ে সি–ট্রাক চালু হওয়ায় ২ লক্ষ জনগণ অধ্যুষিত কুতুবদিয়াবাসীর এ দাবি গণদাবিতে পরিণত হচ্ছে। জানা যায়, কুতুবদিয়া চ্যানেলে সী–ট্রাক চালুর সম্ভাব্যতা যাচাই ও কুতুবদিয়াকে উপকূলীয় নদী বন্দর ঘোষণার সম্ভাব্যতা সরেজমিনে পরিদর্শন করে গেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ–পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা। পরিদর্শনকালে কুতুবদিয়ায় সী–ট্রাক সার্ভিস চালু ও কুতুবদিয়াকে নদী বন্দর ঘোষণার সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে গঠিত কমিটির সদস্যবৃন্দও এ সময় তার সাথে উপস্থিত ছিলেন। এ সময় যতদ্রুত সম্ভব জেটির সংস্কারসহ অন্যান্য প্রয়োজনীয় অবকাটামো নির্মাণ কাজ সম্পন্ন করে সী–ট্রাক সার্ভিস চালু করা হবে বলে জানিয়েছেন নৌ–পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা।