কক্সবাজারের কুতুবদিয়ায় ঘরে ঢুকে তপসি দাস (৪২) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এসময় পালানোর চেষ্টাকালে ঘাতককে জনতার সহযোগিতায় আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা আলী আকবর ডেইল ইউনিয়নের কুমিরার ছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তপসি দাস ওই এলাকার প্রবাদ দাসের স্ত্রী। আটক কালীচরণ দাস একই এলাকার শুক্কুর দাসের ছেলে এবং নিহত তপসি দাসের চাচাতো ভাই।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, বেলা ১১টায় নিজঘরে কাজ করছিলেন গৃহবধূ তপসি দাস। এ সময় হঠাৎ তার চাচাতো ভাই কালীচরণ দাস তার ঘরে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই তপসি দাসকে এলোপাতাড়ি কোপাতে থাকে। স্থানীয় লোকজন টের পেলে সে পালিয়ে যায়। পরে স্টিমারঘাট থেকে জনতার সহযোগিতায় আটক করে পুলিশ।
কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মাহবুবুল হক বলেন, ‘প্রাথমিকভাবে জানা যায়, পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটির জেরে এই হত্যাকান্ড ঘটেছে । ঘাতক কালীচরণকে আটক করা হয়েছে।’
নিহতের মসদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।












