কুতুবদিয়ায় আগুনে পুড়ে গেল ৪২ দোকান-বাড়ি

রাঙ্গামাটিতে পুড়ল ১০ বসতঘর, হাটহাজারীতে ৩ দোকান

আজাদী ডেস্ক | রবিবার , ২০ নভেম্বর, ২০২২ at ৯:৫০ পূর্বাহ্ণ

দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৯টি দোকান ও ২৩টি বসতঘর পুড়ে গেছে। গতকাল শনিবার ভোরে উপজেলার বড়ঘোপ ইউনিয়নে এ ঘটনা ঘটে। আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

এছাড়া, রাঙামাটির রিজার্ভ বাজার এলাকার মহসিন কলোনিতে আগুনে প্রায় ১০টি বসতঘর ও হাটহাজারীতে ১টি মার্কেটের ৩টি দোকান পুড়ে গেছে।
কুতুবদিয়া : মহেশখালী প্রতিনিধি জানান, শনিবার ভোররাতে দুইটার দিকে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের আমজাখালীর আল আমিন মার্কেটে আগুনের ঘটনা ঘটে। মার্কেটের রেজাউল করিম ও রুবেলের কুলিং কর্নার থেকে আগুনের সূত্রপাত হয়ে তা মুহূর্তেই চারপাশে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা থানা পুলিশের সহযোগিতায় দীর্ঘ আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে আনুমানিক ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্তদের বরাত দিয়ে কুতুবদিয়া থানার ওসি মিজানুর রহমান জানান, অগ্নিকাণ্ডে ১৯টি দোকান ও ২৩টি বসতঘর পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা বলেন, তাৎক্ষণিকভাবে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আসবাব পত্র, কম্বল, চাল, ডাল, তেলসহ শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ২ বান্ডিল টিন, ৩০ কেজি চাল ও ৬ হাজার টাকা ত্রাণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাঙামাটি : রাঙামাটি প্রতিনিধি জানান, গতকাল শনিবার দুপুরে রাঙামাটির রিজার্ভ বাজার এলাকার মহসিন সংলগ্ন মিয়া সাওদাগরের ভাড়াটিয়ার রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানা যায়। এ সময় আগুন চারপাশে ছড়িয়ে পড়লে পাশাপাশি প্রায় ১০টি বসতঘর আগুনে পুড়ে যায়। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট, পুলিশ এবং স্থানীয়রা প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। রাঙামাটি ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. রাঙামাটির জেলা প্রশাসক মো. মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

হাটহাজারী : হাটহাজারী প্রতিনিধি জানান, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে পৌরসদরস্থ থানা সংলগ্ন সেন্ট্রাল প্লাজার নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় মার্কেটের ৩টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ও ব্যবসায়ীরা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন ছড়িয়ে গেলে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে ঘণ্টাখানিকের মধ্যে আগুন নেভাতে সক্ষম হন।

তবে এর আগে ৩টি দোকান পুড়ে যায় ও ৫টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়। হাটহাজারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহাজাহান বলেন, ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘণ্টা খানিকের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। এতে প্রাথমিকভাবে ৬ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে এবং ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়। তবে লোকজন হতাহতের ঘটনা ঘটেনি।

পূর্ববর্তী নিবন্ধএক বছর টাকা জমিয়ে ৩০০ ফুট লম্বা আর্জেন্টিনার পতাকা তুলল দিনমজুর
পরবর্তী নিবন্ধপ্রাইভেট কারে গরু চুরি, পালানোর সময় জনতার পিটুনি