কুতুবদিয়ার ইতিহাস ও ঐতিহ্য নিয়ে এই প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থ রচনা করেছেন এলাকার কৃতী সন্তান অধ্যাপক মেজর (অব.) নূরুল হুদা কুতুবী। দ্বীপের মানুষের শেকড় সন্ধানী এই অনন্য কাজের জন্য লেখককে সম্মাননা জানাতে ‘কুতুবদিয়ার ইতিহাস ঐতিহ্য ও কৃষ্টি সংরক্ষণ পরিষদ’ এর পক্ষ থেকে তাকে সংবর্ধনা জানানো হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে গত শনিবার সন্ধ্যায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদ কুতুবদিয়া উপজেলার সভাপতি শফিউল আলম। সংগঠনের সভাপতি কিশুয়ার মো. দিদারুল আলমের স্বাগত বক্তব্য ও সাধারণ সম্পাদক ব্যাংকার আনিছুল মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন লেখক ও গবেষক সাদাত উল্লাহ খান। প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. ইসহাক। বিশেষ অতিথি ছিলেন, হাটহাজারী কলেজের সাবেক অধ্যক্ষ মীর কফিল উদ্দিন, বিভাগীয় সমাজক্যাণ ফেডারেশনের মহাসচিব হাফেজ আমান উল্লাহ, ব্যারিস্টার সুলতান আহমদ চৌধুরীর কলেজের অধ্যক্ষ এহতেশামুল হক, দৈনিক পূর্বদেশ এর সহকারী সম্পাদক আবু তালেব বেলাল, চবি প্রাক্তন ছাত্রছাত্রী সমিতি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি শওকত আলী নূর, খুলশী ক্লাব লিমিটেডের সভাপতি মুহাম্মদ শামসুল আলম, সিটি কর্পোরেশনের সাবেক প্রধান প্রকৌশলী মোক্তার আলম, চট্টগ্রামস্থ কুতুবদিয়া সমিতির সাধারণ সম্পাদক মুজিবুল হক বাচ্চু।
সংবর্ধনা অনুষ্ঠানে ‘কুতুবদিয়ার ইতিহাস’ গ্রন্থের প্রণেতা অধ্যাপক মেজর (অব.) নূরুল হুদা কুতুবী বলেন, দেশের সর্বদক্ষিণের জেলা কঙবাজারের অত্যন্ত সমৃদ্ধ একটি দ্বীপ কুতুবদিয়া। এটি অর্থনৈতিক ও ভৌগোলিকভাবে দেশের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দ্বীপের রয়েছে সুদীর্ঘ ইতিহাস, সমৃদ্ধ ঐতিহ্য। কিন্তু স্বাধীনতার আগে কিংবা স্বাধীনতা পরবর্তী দীর্ঘ সময়েও এই দ্বীপের ইতিহাস নিয়ে কোনো গ্রন্থ রচিত হয়নি। তাই এই কঠিন কাজটিতে হাত দিয়েছিলাম। চেষ্টা করেছি, এই দ্বীপের অতীতের সোনালী ইতিহাস এবং বর্তমানের সমৃদ্ধ সময়কে তুলে আনতে।
বক্তারা বলেন, অধ্যাপক মেজর (অব.) নূরুল হুদা কুতুবী দীর্ঘ পরিশ্রমের বিনিময়ে এই জনপদের ইতিহাসকে যেভাবে তুলে ধরেছেন তা থেকে বর্তমান প্রজন্ম যেমন উপকৃত হবে, ভবিষ্যৎ প্রজন্মও তাদের পথচলায় অনুপ্রেরণা পাবে। এটির মাধ্যমে এই দ্বীপের অধিবাসীদের জন্য নতুন এক মাইলফলক রচিত হয়েছে। গ্রন্থটি ইতোমধ্যে দ্বীপবাসীর মধ্যে সাড়া জাগিয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।