বাংলাদেশ ওপেন ওয়াটার সুইমিং (বোয়াস) এর আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো দেশের অন্যতম দুঃসাহসিক ওয়াটার স্পোর্টস ইভেন্ট ‘পাহাড় থেকে ডট কম কুতুবদিয়া চ্যানেল সুইমিং ২০২৫’। এই ইভেন্টে সাঁতরে কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেল পাড়ি দিলেন ১৫ জন সাঁতারু। চার কিলোমিটার দীর্ঘ চ্যানেলটি পাড়ি দিতে প্রথম হয়েছেন সাঁতারু সাইফুল ইসলাম রাসেল। তিনি সময় নিয়েছেন মাত্র ১ ঘণ্টা ২৫ মিনিট। জল দূষণ বিষয়ে সচেতনতা তৈরি এবং জল পর্যটন ও সাঁতারের প্রতি মানুষকে উৎসাহিত করতে এ উদ্যোগ বলে জানিয়েছেন আয়োজকরা। এ বছর এই চ্যানেল সুইমিং প্রতিযোগিতায় অংশ নিয়েছে ১৫ জন সাহসী সাতারু, যারা পেকুয়া উপজেলার মগনামা ঘাট থেকে শুরু করে দীর্ঘ ৪ কিলোমিটার সাঁতরে পৌঁছান কুতুবদিয়ার বড়ঘোপ ঘাটে। ইভেন্টটির উদ্বোধন করেন বোয়াস এর উপদেষ্টা শিমুল চৌধুরী। এসময় পরিবেশ বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা’র) পেকুয়া উপজেলা সিনিয়র সহ সভাপতি পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম উপস্থিত ছিলেন। সকাল ১১টায় শুরু হওয়া এই প্রতিযোগিতায় অন্যান্য অংশগ্রহণকারী ছিলেন, মো. মাহমুদুল হাসান, মো. জাহিদুল ইসলাম জাহিদ, এসএম শাহরিয়ার মাহমুদ, শাহনেওয়াজ বাবু, মো. আব্দুল মাতিন, আলি রওনক (সৌরভ), মো. শহীদুল্লাহ্ বাগমার প্রান্তিক, মো. হাবিবুর রহমান, মো. জিহাদ হোসেন, শরীফ মো. ফয়সাল, নাসির আহমেদ সৌরভ, মো. শাখাওয়াত হোসেন সাকিব এবং মো. ফয়সাল জিয়া।