কুতুবদিয়ায় সড়কের পাশে এলপি গ্যাস ব্যবসায়ীর মরদেহ

কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার , ৬ জুন, ২০২৪ at ৭:৪৭ পূর্বাহ্ণ

কক্সবাজারে দ্বীপ উপজেলা কুতুবদিয়ার ধুরুং বাজারের এলপি গ্যাস ব্যবসায়ী মো. তারেক (২৮) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের মগলাল পাড়া সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যবসায়ী তারেক দক্ষিণ ধুরুং ইউনিয়নের মুছা সিকদার পাড়ার মৃত আবু তাহেরের ছেলে।

পরিবার সূত্র জানায়, তারেক দীর্ঘদিন ধরে ধুরুং বাজারে ব্যবসা করে আসছিলেন। কারো সঙ্গে তার ব্যবসায়িক দ্বন্দ্ব নেই। সর্বশেষ গত মঙ্গলবার সন্ধ্যার পর ফোনে কথা হয় তার সঙ্গে। দোকান বন্ধ করে প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা শেষে বাড়ি ফেরার কথা ছিল।

তারেকের ভাই জিহান জানান, তারেক প্রতিদিনের মতো গত মঙ্গলবার সকালে যথারীতি দোকানে যায়। উত্তর ধুরুং এলাকার ডায়াবেটিস মার্কেটে দাওয়াত খেতে যাবে বলে রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে দেয়। রাতে বাড়িতে ফিরে না আসায় বিভিন্ন বন্ধু বান্ধবের কাছে মোবাইল ফোনে খোঁজ নিয়েও তার হদিস পাওয়া যায়নি। সকালে মগলাল পাড়া রাস্তার পাশে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেয়।

ধুরুং বাজার ব্যবস্থাপনা কমিটির অফিসে সিসিটিভির ফুটেজে দেখা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার সময় দোকান বন্ধ করে বাজারের পূর্বদিকে চলে যাচ্ছেন তারেক। ধারণা করা হচ্ছে তাকে নির্জন স্থানে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

এদিকে মরদেহ উদ্ধারের ঘটনাস্থল পরিদর্শন শেষে কুতুবদিয়ামহেশখালীর এসপি সার্কেল রামপ্রসাদ ভক্ত জানান, সুরতহালের পর ময়নাতদন্তের জন্য লাশ কঙবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধুরুং বাজারের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাজেট আজ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই বড় চ্যালেঞ্জ
পরবর্তী নিবন্ধধর্মমন্ত্রীর চুরি হওয়া ফোন ফেরানো হল মালয়েশিয়া থেকে