কুতুবদিয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে চট্টগ্রাম শিক্ষাবোর্ড চেয়ারম্যান

| সোমবার , ১৬ ডিসেম্বর, ২০২৪ at ৬:২৪ পূর্বাহ্ণ

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর রেজাউল করিম, সচিব প্রফেসর আমিরুল মোস্তফা ও বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলি।

সম্প্রতি কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজ মাধ্যমিক একাডেমিক স্বীকৃতি ও অতিরিক্ত শাখা, লেমশীখালী উচ্চ বিদ্যালয়, উত্তরণ বিদ্যানিকেতন ও সতরুদ্দীন একাডেমিক স্বীকৃতি, মাস্টার তালেব উল্লাহ মডেল স্কুল এন্ড কলেজ একাডেমিক স্বীকৃতি ও পাঠদানের অনুমতি বিষয়ে পরিদর্শন করেন তারা।

দুই দিন পরিদর্শন শেষে মাধ্যমিক পর্যায়ে প্রতিষ্ঠান প্রধান ও এলাকার বিশিষ্ট জনের সাথে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যথোয়াইপ্রু মারমার সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষার উন্নয়ন শীর্ষক মতরিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বলেন, মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। শিক্ষার মান উন্নয়নে মাধ্যমিক শিক্ষকদের সঠিক ভাবে কাজ করার আহ্বান জানান তিনি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅহংকারের বিজয় সর্বজনীন বিজয়
পরবর্তী নিবন্ধতরুণ সংঘের প্রতিষ্ঠাবার্ষিকীতে নগরীতে শীতবস্ত্র বিতরণ