কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরে ডুবে ইসরাত জাহান নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুলাই) দুপুরে বড়ঘোপ রোমাই পাড়ায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, শনিবার দুপুর দেড়টার দিকে ওই গ্রামের আবদুল মালেকের শিশু কন্যা ইসরাত জাহান সবার অগোচরে পাশের পুকুরে ডুবে যায়। পরিবারের সদস্যরা তাঁকে খুঁজে না পেয়ে পুকুরে সন্ধান করে। পরে পুকুর থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়। উদ্ধারে পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. নাঈমা তাবাচ্ছুম রণি শিশুটি মৃত বলে জানান।
এর আগে বৃহস্পতিবার দক্ষিণ ধুরুং ইউনিয়নের ওয়াজিদ নামের ৬ বছরের এক শিশু পুকুরে ডুবে মারা যায়।