কুতুবদিয়ায় ট্রলারডুবে নিখোঁজ ২ জেলের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি | রবিবার , ৩ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৫৩ পূর্বাহ্ণ

বঙ্গোপসাগরে ফিশিং ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ কুতুবদিয়ার দুই জেলের মরদেহ উদ্ধার হয়েছে। গতকাল শনিবার কুতুবদিয়া চ্যানেলের দক্ষিণের সাগরে ভাসমান অবস্থায় নিখোঁজ জেলে মো. আলমের (৪৩) অর্ধগলিত মরদেহ ও আগেরদিন শুক্রবার ডুবে যাওয়া ট্রলারের ভিতরে নিখোঁজ জেলে মঈনুদ্দিনের মরদেহ পাওয়া যায়।

জেলে মো. আলম কুতুবদিয়া উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের জইজ্যার পাড়া গ্রামের মৃত মকবুল আহমেদের ছেলে এবং মঈনুদ্দিন (২৩) একই এলাকার বাসিন্দা।

কুতুবদিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) কানন সরকার জানান, গত ২৮ আগস্ট সকালে একটি ট্রলার নিয়ে ১০ জন মাঝিমাল্লা গভীর বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। গত ৩০ আগস্ট মাছ ধরা শেষে ঘাটে ফিরে আসার পথে লাশপাতা নামক স্থানে ট্রলারটি ডুবে যায়। এ সময় স্থানীয় একটি ট্রলার ৮ জনকে উদ্ধার করতে সক্ষম হলেও ট্রলারের মাঝি মো. আলম (৪৩) ও জেলে মঈনুদ্দিন (২৩) নিখোঁজ হয়ে যায়। পরে শুক্রবার মঈনুদ্দিনের লাশ ডুবে যাওয়া ট্রলারের ভিতরে পাওয়া যায় এবং গতকাল শনিবার কুতুবদিয়ার চ্যানেলের দক্ষিণে মাঝি মো. আলমের মরদেহও ভাসমান অবস্থায় উদ্ধার করে কোস্টগার্ড। পরে নিখোঁজ জেলেদের পরিবারের লোকজন গিয়ে তাদের মরদেহ শনাক্ত করেন। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়ের পাদদেশে সেমিপাকা ঘর, বিপদের শঙ্কা
পরবর্তী নিবন্ধএকদফার লড়াইয়ে বিএনপিকে জিততেই হবে