উখিয়ার নিবন্ধিত কুতুপালং শরণার্থী শিবিরে গাড়ি চাপায় এক রোহিঙ্গা শিশুর মৃত্যু ঘটেছে। গতকাল বুধবার বিকেলে শরণার্থী শিবিরে এ দুর্ঘটনা ঘটে। বিক্ষুব্ধ রোহিঙ্গা শরণার্থীরা একটি গাড়ি ভাংচুর করেছে।
উখিয়া থানার ওসি শামীম হোসেন জানান, শিবিরের জি–ব্লকের ডিমান্ড মোড় এলাকায় রাস্তা পারাপারের সময় এনজিও ফোরাম নামের একটি এঙ নোহা গাড়ির সাথে ধাক্কা লেগে রোহিঙ্গা শিশুটি মাথায় আঘাত পায়।
পরবর্তীতে আশেপাশের রোহিঙ্গারা শিশুটিকে উদ্ধার করে ক্যাম্পের এমআরটিসি হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এসময় স্থানীয় বিক্ষুব্ধ রোহিঙ্গা শরণার্থীর গাড়িটি ভাংচুর করে। পরে উখিয়া থানা ও এপিবিএন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত সাহেদা বিবি (২) শিবিরের জি ব্লকের সৈয়দ আহাম্মদের মেয়ে বলে পুলিশ জানায়।