কুতুপালং ক্যাম্প পরিদর্শনে ইউএনএইচসিআরের প্রতিনিধি দল

টেকনাফ প্রতিনিধি | বুধবার , ২ জুন, ২০২১ at ১১:৩৭ পূর্বাহ্ণ

উখিয়ার কুতুপালং ৯ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন ইউএনএইচসিআরের ১৪ সদস্যের প্রতিনিধি দল। গতকাল মঙ্গলবার সকালে কক্সবাজার সফররত ইউএনএইচসিআরের সহকারী হাই কমিশনার (প্রটেকশন) গিলিয়ান ট্রিগস এবং সহকারী হাই কমিশনার (অপারেশন) রউফ মাজাও এর নেতৃত্বে প্রতিনিধি দল সেখানে যান।
পরিদর্শনকালে প্রতিনিধিদল ক্যাম্পের অভ্যন্তরে রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি দেখে বেশ সন্তোষ প্রকাশ করেন। এসময় প্রতিনিধিদল ক্যাম্পে আরআরআরসি শাহ রেজওয়ান হায়াত, অতিরিক্ত আরআরআরসি মোহাম্মদ সামছু দ্দৌজা, ক্যাম্প ইনচার্জ, ক্যাম্পের রোহিঙ্গা প্রতিনিধিদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। এই প্রথম ইউএনএইচসিআরের দুইজন সহকারী কমিশনার একত্রে বাংলাদেশ সফরে এসেছেন। সে জন্য তাদের এ সফর খুবই গুরুত্ব বহন করে।

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিনিদের জন্য আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের ১৫ হাজার ডলার অনুদান
পরবর্তী নিবন্ধ৬০ অটিজম শিশু পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার