কুতুপালং ক্যাম্প থেকে ৬ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

অস্ত্র, মাদক উদ্ধার

টেকনাফ প্রতিনিধি | মঙ্গলবার , ১২ অক্টোবর, ২০২১ at ৫:৪২ অপরাহ্ণ

কুতুপালং ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ ৬ জন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার (১২ অক্টোবর) ভোররাত পৌনে দু’টার দিকে উখিয়া কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের জি-ব্লকের শেড নং-৪১ ও ৪২ এর পাশের কাঁটাতারের সামনে থেকে তাদের আটক করা হয়।

১৪ এপিবিএন ও জেলা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

১৪ এপিবিএন অধিনায়ক (এসপি) মো. নাইমুল হক জানান, সোমবার দিবাগত রাত দেড়টার সময় সহকারী পুলিশ সুপার এ,কে,এম এমরানুল হক মারুফের নেতৃত্বে এসআই (নি.)/১৪০২৭ মো. শফিকুল আলম এবং সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে কিছু যুবক দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের জি-ব্লকের শেড নং-৪১ ও ৪২ এর পাশের কাঁটাতারের সামনে বসে ইয়াবা জাতীয় মাদকদ্রব্য সেবন করছে।

এমন খবর পেয়ে সত্যতা যাচাইয়ের জন্য রাতে ঘটনাস্থলে গিয়ে ক্যাম্প-১/ইস্ট ব্লক-জি-এর আহম্মদ হোসেনের ছেলে নুর হোসেন (২৭), ক্যাম্প-৪(এক্সটেনশন) ব্লক-সি/১-এর নুর আলমের ছেলে মো. ফারুক (৩৫), ক্যাম্প-২/ইস্ট ব্লক-ডি-এর আব্দুল শুক্কুরের ছেলে নুর হোসেনকে(৪০) গ্রেফতার করে তাদের দখল হতে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, এক রাউন্ড কার্তুজ, দুইশ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ছাড়া অভিযানকারী টিম ক্যাম্প ১ ইস্ট মৃতঃ হোসেন আহমেদের ছেলে ডাকাতি প্রস্তুতি মামলার আসামি (সাব মাঝি) মো. কামাল হোসেন (৩০), ক্যাম্প-৪ (এক্সটেনশন)-এর আব্দুল গনির ছেলে জিয়াউর রহমান(৩১) ও ক্যাম্প-৬-এর আমিন উল্লাহর ছেলে অপহরণ মামলার আসামি আয়াতুল্লাহকে(২৮) গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত অস্ত্র ও মাদকের বিষয়ে উখিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানান এসপি মো. নাইমুল হক।

পূর্ববর্তী নিবন্ধখালেদা হাসপাতালে
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে গৃহবধূর মরদেহ উদ্ধার