কুণ্ডেশ্বরী শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

| শনিবার , ৩১ জানুয়ারি, ২০২৬ at ৫:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ঐতিহ্যবাহী কুণ্ডেশ্বরী বালিকা মহাবিদ্যালয়, কুণ্ডেশ্বরী বালিকা বিদ্যামন্দির ও কুণ্ডেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কুণ্ডেশ্বরী বালিকা মহাবিদ্যালয় মাঠে গত ২৮ জানুয়ারি, বুধবার সকালে উপাধ্যক্ষ (অধ্যক্ষ ভারপ্রাপ্ত) মোসাররাত আখতার লুনার সভাপতিত্বে শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুণ্ডেশ্বরী বালিকা মহাবিদ্যালয় পরিচালন সংসদের সভাপতি ও প্রতিষ্ঠাতার সুযোগ্য উত্তরসূরী রাজীব সিংহ। বিশেষ অতিথি ছিলেন কুণ্ডেশ্বরী বালিকা মহাবিদ্যালয়ের দাতা সদস্য ও প্রতিষ্ঠাতার সুযোগ্য উত্তরসূরি বাসুদেব সিংহ। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যামন্দিরের সহকারী প্রধান শিক্ষক (প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত) অরূপ দাশ, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিবেদিতা দে, কলেজ ও স্কুলের সকল শিক্ষকবৃন্দ, ছাত্রীসাধারণ, কর্মচারী ও অভিভাবকবৃন্দ। প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজীব সিংহ। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক পূরবী দাশগুপ্তা, সুবর্ণা চৌধুরী ও বিদ্যামন্দিরের সহকারী শিক্ষক উর্মি ভট্টাচার্য। ক্রীড়া কমিটির আহবায়কের দায়িত্বে ছিলেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ফরমান উল্লাহ।

পূর্ববর্তী নিবন্ধআজ সমাজসেবা চট্টগ্রাম বিভাগীয় আন্তঃপ্রাতিষ্ঠানিক ক্রীড়ার উদ্বোধন
পরবর্তী নিবন্ধপ্রফেসর শায়েস্তা খান মেমোরিয়াল টি-টোয়েন্টি স্কুল ক্রিকেট লিগ আজ শুরু