কুণ্ডেশ্বরী শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে বার্ষিক পুরস্কার বিতরণ

| বুধবার , ১০ সেপ্টেম্বর, ২০২৫ at ১:১৭ অপরাহ্ণ

শহীদ নূতন চন্দ্র সিংহ কর্তৃক প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী নারী শিক্ষাপ্রতিষ্ঠান রাউজানস্থ কুণ্ডেশ্বরী বালিকা মহাবিদ্যালয় (আবাসিক ডিগ্রি কলেজ), কুণ্ডেশ্বরী বালিকা বিদ্যামন্দির (আবাসিক হাই স্কুল) ও কুণ্ডেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ৪ সেপ্টেম্বর কলেজের সত্য সিংহ মিলনায়তনে কলেজের উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) মোসাররাত আখতার লুনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের পরিচালনা সংসদের সভাপতি ও প্রতিষ্ঠাতার উত্তরসূরী রাজীব সিংহ। প্রধান বক্তা ছিলেন কলেজের পরিচালনা সংসদের সদস্য ও চবি বাংলা বিভাগের প্রফেসর ড. প্রকাশ দাশগুপ্ত। বিশেষ অতিথি ছিলেন একই বিভাগের প্রফেসর ও কলেজ পরিচালনা সংসদের সদস্য ড. মাখন চন্দ্র রায়। উপস্থিত ছিলেন কুণ্ডেশ্বরী বালিকা বিদ্যামন্দিরের ম্যানেজিং কমিটির সভাপতি কস্তুরি সিংহ, বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক পলাশ রায় চৌধুরী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিবেদিতা দে প্রমুখ। স্বাগত বক্তব্য দেন, কলেজের বার্ষিক ক্রীড়া বিভাগের আহ্বায়ক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ফরমান উল্লাহ।

আলোচনা পর্ব শেষে বিজয়ীরা অনুষ্ঠানের অতিথিদের হাত থেকে পুরস্কার গ্রহণ করে। কলেজ ছাত্রীদের অংশগ্রহণে উদ্বোধনী সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠান সঞ্চালনা ও পরিকল্পনায় ছিলেন কলেজের রসায়ন বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক পলাশ মজুমদার ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ঊর্মিলা ভট্টাচার্য। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ১৩ ট্রাভেল এজেন্সির নিবন্ধন বাতিল
পরবর্তী নিবন্ধবিভিন্ন স্থানে জশনে জুলুসের র‌্যালি ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল