কুণ্ডেশ্বরীর শহীদ নূতন সিংহের ছেলে প্রফুল্ল সিংহ আর নেই

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ৩ ডিসেম্বর, ২০২০ at ১১:০৪ অপরাহ্ণ

একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীসহ রাজাকার বাহিনীর হাতে নৃশংসভাবে শহীদ হওয়া রাউজানের কুণ্ডেশ্বরী ঔষধালয়ের প্রতিষ্ঠাতা নূতন চন্দ্র সিংহের ছেলে প্রফুল্ল রঞ্জন সিংহ আর নেই।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের যে মামলায় সাকা চৌধুরী মৃত্যুদণ্ডে দণ্ডিত হয় সেই মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন প্রফুল্ল। বাংলানিউজ
আজ বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন তিনি। নিয়মিত তাকে ডায়ালাইসিস করা হতো। গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত ১৮ নভেম্বর তাকে ইম্পেরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়।
আগামীকাল শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে রাউজানের গহিরায় পারিবারিক শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।
নূতন চন্দ্র সিংহ ১৯৬০ সালে নারী শিক্ষার প্রসারে দু’টি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন।
মুক্তিযুদ্ধের সময় সবাই ভারতে আশ্রয় নিলেও নূতন সিংহ রাজি হননি। সেখানেই গুলি করে তাঁকে নৃশংসভাবে হত্যা করে ঘাতকরা।
এ হত্যাকাণ্ডের দায় প্রমাণিত হওয়ায় সাকা চৌধুরীর ফাঁসির রায় দিয়েছিল আদালত। ২০১৫ সালের ২২ নভেম্বর সেই রায় কার্যকর করা হয়।
কুণ্ডেশ্বরী ঔষধালয়ের ব্যবস্থাপনা পরিচালক, সাবেক লায়ন্স জেলা গভর্নর এবং শহীদ নূতন চন্দ্র সিংহের ছেলে প্রফুল্ল রঞ্জন সিংহের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাউজানের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী।
তিনি বলেন, “আমরা একজন নারীশিক্ষায় নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব ও গুণী সমাজসেবককে হারালাম। এ শূন্যতা পূরণ হবার নয়। আমার মতো পুরো রাউজানবাসী আজ শোকাহত।”

পূর্ববর্তী নিবন্ধকর্তৃপক্ষের আশ্বাসে আমরণ অনশন স্থগিত ঘোষণা চবি শিক্ষার্থীদের
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা