নোংরা পরিবেশে খাবার প্রস্তুতসহ বিভিন্ন অপরাধে নগরের অলংকার মোড়স্থ কুটুমবাড়ি রেস্তোরাঁকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
তিনি বলেন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত করা হচ্ছিল কুটুমবাড়িতে। এছাড়া কর্মচারিদের স্বাস্থ্য সনদ ছিল না। কোভিড টিকা সনদ প্রদর্শনেও ব্যর্থ হওয়ায় জরিমানা করা হয়েছে।
একই অভিযানে কর্নেল জোনস রোডে নির্মাণসামগ্রী রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান মারুফা বেগম নেীল।