কুকুর পুচ্চুনের জন্য প্রতিবাদ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৫ আগস্ট, ২০২৫ at ৭:৪১ পূর্বাহ্ণ

নগরীর লালখান বাজার বাটালি হিলের পাদদেশে গতকাল সোমবার কুকুরের জন্য প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। চট্টগ্রামের পশুপ্রাণী সুরক্ষা কমিটির কর্মীরা বাটালি হিলের ভ্যাক্সিনেটেড ১০ বছর বয়সী কুকুর ‘পুচ্চুন’কে হত্যা কিংবা দূরে ফেলে দেওয়ার বিরুদ্ধে এই প্রতিবাদ করেন।

পশুপ্রাণী সুরক্ষা কমিটির প্রধান ফাহমিদা রহমানের সভাপতিত্বে সমাবেশে পরিবেশ ও প্রাণী কল্যাণ অধিকারকর্মী শামীম আরা চৌধুরী রিনা, পশু সুরক্ষাকর্মী মুহাম্মদ আজাদ ও জাবেদ আহম্মেদ বিপ্লব, লিলি বড়ুয়া, বশির আহম্মেদ জাবির, রোটারিয়ান আলি ইমাম, জেসমিন আক্তার, ত্রিদিপ কুসুম বড়ুয়া, হারুন চৌধুরী, আফরোজা আক্তার মুক্তা, সুবর্ণা রহমান, রিতু পারভী, সিদ্দিকুর রহমান রাব্বি, তোফায়েল আহম্মেদ, মুহাম্মদ জুনায়েদ যুবায়ের, বাপ্পিরাজ, তিশা, আলি হোসেন শাওন ও প্রিতম ভট্টাচার্য বক্তব্য দেন। বক্তারা বাটালি হিলের কুকুর গায়েব করে দেওয়া বা হত্যার তীব্র প্রতিবাদ জানান। তারা এলাকার ভিডিও ফুটেজ সংগ্রহ করে পুচ্চুনকে খুঁজে বের করার দাবি জানান।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় হাতির আক্রমণে আহত ১
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে মার্কেটের গোডাউনে আগুন