কাপ্তাইয়ে কুকুরের কামড়ে লোকালয়ে আসা একটি হরিণের মৃত্যু হয়েছে। গত সোমবার রাত ৩টার দিকে উপজেলার কেপিএম শিল্প এলাকায় এ ঘটনা ঘটে। মৃত হরিণটির বয়স আনুমানিক ২ বছর। ওজন ১৩ কেজি হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এলাকাবাসী জানায়, কেপিএম শিল্প এলাকায় প্রায় রাতে পাহাড়ি এলাকা থেকে হরিণ নেমে আসে। স্থানীয়রা তাদের কোনো ক্ষতি করে না। কেপিএম চিপারের কর্মকর্তা মো. সালেহীন চৌধুরী বলেন, অন্যদিন একসঙ্গে ৪-৫টি হরিণ লোকালয়ে আসে। সোমবার রাতে এসেছিল শুধু একটি হরিণ। কুকুরের দল তাকে একা পেয়ে চারদিক থেকে ঘিরে ধরে। ভোরে এলাকাবাসী নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় হরিণটি দেখতে পায়।
কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মহসিন তালুকদার বলেন, ঘটনাটি খুব দুঃখজনক। পোস্টমর্টেম শেষে গতকাল দুপুরে হরিণটিকে মাটি চাপা দেয়া হয়।