কী হতে যাচ্ছে!

নিগার সুলতানা | বৃহস্পতিবার , ২৮ নভেম্বর, ২০২৪ at ৬:৫৫ পূর্বাহ্ণ

কী যেন হচ্ছে, কী যেন হয়েছে,

কী হতে যাচ্ছে, কী যে হবে?

ভেবে না পাই কিছু!

রুটির মত একফালি চাঁদ

অলীক বস্তু,

রক্তিম চক্ষু, ক্ষুধার্ত জিহ্বা

ছুটে চলে আলেয়ার পিছু।

কাঠ ঠোকরা কাঠ ঠোকরায়

মাছরাঙা মাছের আশায় আছে

অপেক্ষমাণ,

সবাই নিজের আখের হোছায়

বিকিয়ে দিচ্ছে দেশের মান।

বংশীবাদক বংশী বাজায়

ইঁদুর পিছু দলে দলে,

বুঝবে না তো….বুঝার কিছু নাই

ভাতের থালি ফুটো করবে ছলে

বলে কৌশলে।

আসো নবীন, আসো নওজোয়ান

লাল সবুজের পতাকা তলে,

আমরা সবাই শপথ নিই বাঁচাই

দেশের মান।

পূর্ববর্তী নিবন্ধঅধ্যাপক আবদুর রাজ্জাক : শিক্ষবিদ ও জ্ঞানতাপস
পরবর্তী নিবন্ধমেশিনের শব্দে মিশে যায় ঘাম