কী নেই শাহাদতের কম্পিউটারে

৫শ থেকে ৫ হাজার টাকায় মিলে সকল সনদ, র‌্যাবের হাতে গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর, ২০২০ at ১০:১১ পূর্বাহ্ণ

এক কম্পিউটারে কী নেই? যেখান থেকে টাকার বিনিময়ে বানিয়ে দেয়া হয়- ভুয়া জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, বিশ্বদ্যিালয়ের সনদ ও আয়কর সনদসহ সিটি কর্পোরেশনের প্রত্যয়নপত্র। শুধু সনদ অনুযায়ী দিতে হয় টাকা। ৫শ’ টাকা থেকে ৫ হাজার টাকায় মিলে এসব সনদ। এমনই এক কম্পিউটারসহ প্রতারক চক্রের প্রধান শাহাদত হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত রোববার রাতে র‌্যাবের একটি দল নগরীর খুলশী থানাধীন টেকনিক্যাল মোড় এলাকায় হক কম্পিউটারে অভিযান চালিয়ে জালিয়াত চক্রের প্রধান শাহাদতকে গ্রেপ্তার করে। এসময় বিপুল পরিমাণ জাল জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সনদ ও এসব সনদ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।
র‌্যাব জানায়, প্রতারক শাহাদত হোসেনকে একটি কম্পিউটারের দোকান থেকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য প্রস্তুত করা ২৩টি সনদপত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। শাহাদত ভোলা জেলার পশ্চিম চর মৌয়াবাদ এলাকার মো. এস আব্দুল আজিজের ছেলে। বর্তমানে সে নগরীর বন্দরটিলা ইপিজেড এলাকায় বসবাস করে। র‌্যাব ৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মাহমুদুল হাসান মামুন বলেন, শাহাদত হোসেন নিজের দোকানে বসে জাল সনদপত্র তৈরি করে। মোটা অংকের টাকার বিনিময়ে সে এসব বিক্রি করে। বিষয়টি নজরে আসায় টেকনিক্যাল মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে খুলশী থানায় হন্তান্তর করে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে মামলা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসিমেন্টের কাঁচামাল বোঝাই লাইটার জাহাজ ডুবি
পরবর্তী নিবন্ধপেঁয়াজের ঝাঁজের মধ্যেই হঠাৎ অস্থির পাম অয়েলের বাজার